নওগাঁর পত্নীতলায় এবার সোনালী আঁশ পাটের বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম থাকায় খুশি পাট চাষিরা। এক সময় প্রধান অর্থকারী ফসল ছিল সোনালী আঁশ পাটের। তবে নানা কারণে কৃষক দির্ঘ দিন পাট চাষে বিমুখ থাকলেও আবার আগ্রহ বাড়ছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গ্রামাঞ্চলের খাল, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে চলছে পাট জাগ, আঁশ ছড়ানো,শুকানোর কাজ।
উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের পাট চাষি শ্রী মনোরঞ্জন বলেন, এ বছর বিঘা প্রতি পাটের ফলন ৮ থেকে ১০ মণ হচ্ছে এবং ৩ হাজার ৬শ টাকায় প্রতি মণ পাট বিক্রিয় হচ্ছে।
উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭৫ হেক্টর। চাষ হয়েছে ৮০ হেক্টর।
প্রণোদনার আওতায় প্রায় ৪০ জন প্রান্তিক পাট চাষিদের মাঝে ডি.এ.পি-৫ কেজি,এম.ও.পি-৫ কেজি ও পাটবীজ-১ কেজি করে দেওয়া হয়েছে।
এছাড়াও কৃষি বিভাগ থেকে পাট চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ,উঠান বৈঠক,মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন, এবার পাটের ফলন ভালো হয়েছে এবং দাম ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছেন।
কেকে/ এমএস