জয়পুরহাটের কালাইয়ে শিয়ালের কামড়ে একই মহল্লার যুবক ও বৃদ্ধসহ একই গ্রামের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে কালাই পৌরশহরের সড়াইল মহল্লায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সড়াইল মহল্লার আব্দুর রশিদ (৫৫), আবু বক্কর সিদ্দিক (৬০), মোস্তাফিজুর রহমান (৩০), আতিক (২৫), সবুজ মিয়া (৩০), জান্নাতুন (৪৬), ববিতা খাতুন (১৪), মফিজুল (৪৮), আব্দুল আজিজ (৫৫)। একজনের পরিচয় জানা যায়নি। আহতদের রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সড়াইল মহল্লায় শিয়ালের কামড়ে আহত নারী জান্নাতুন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে জানান, রাতে একটি শিয়াল আমাদের মহল্লায় প্রবেশ করে যাকে দেখেছে তাকেই কামড় দিচ্ছে। এমনকি ঘরের ভেতরে ঢুকেও কামড় দিয়েছে। আমাদের বাড়ির পাশে আরো ৩ জনকে কামড় দিয়েছে শিয়াল। আবার মসজিদ থেকে এশার নামাজ পড়ে মুসল্লিরা আসার পথে ওই শিয়াল ৫ জনকে কামড় দিয়ে রক্তাক্ত করেছে। রাতেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার সবাইকে ভ্যাকসিনের জন্য জেলা হাসপাতালে যেতে বলেছে চিকিৎসক। ঝামেলার জন্য আমরা বাহিরের ফার্মেসী থেকে ভ্যাকসিন কিনে পুশ করতেছি।
শিয়ালের কামড়ে আহত আব্দুল আজিজ জানান, রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়ে আমরা বাড়িতে যাচ্ছিলাম। এসময় একটি শিয়াল দৌড়ে এসে আমাকেসহ মহল্লার আরও পাঁচ-ছয়জনকে কামড় দেয়। তাতে দুইজনের কান ছিড়ে নিয়ে গেছে শিয়াল। বর্তমানে এলাকায় শিয়াল আতঙ্ক বিরাজ করছে।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা লিনা জানান,‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভ্যাকসিন না থাকায় আগামীকাল তাদের জেলা সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কেকে/ এমএস