কালীগঞ্জে ইয়াবা ও সহযোগীসহ মাদক কারবারি আরিফ গ্রেফতার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৭ পিএম

ছবি: প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারি আরিফুল ইসলাম (৩৫) ও তার সহযোগী আরিফ শেখকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মোক্তরপুর ইউনিয়নের কালিহাসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
আরিফুল ইসলাম উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর টেকপাড়া গ্রামের আলী নেওয়াজের ছেলে এবং আরিফ শেখ একই ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত শামসুদ্দিন শেখের ছেলে।
মো. আলাউদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় শীর্ষ মাদক কারবারি আরিফুল ইসলাম ও তার সহযোগী আরিফ শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে আটকৃত আরিফুল ইসলামের কাঁধে ঝুলানো কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি দিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
কেকে/ এমএ