শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ১৭বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প সংলগ্ন খোলপাটুয়া নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কয়েক দিন ধরে টানা জোয়ার-ভাটার চাপে নদীর পাড় ভেঙে পড়তে থাকায় আশপাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে। হঠাৎ করেই ভাঙন তীব্র আকার ধারণ করায় আতঙ্কে দিন কাটাচ্ছে নদীর তীরবর্তী পরিবারগুলো।
স্থানীয় বাসিন্দা মামুন শেখ জানায়, দীর্ঘদিন ধরে নদীর এই অংশটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রতিদিন ভাঙনে খোলপাটুয়ার অংশ ধসে পড়ছে। এতে শুধু বসত বাড়িই নয়, কৃষিজমি ও ঘের হুমকির মুখে পড়েছে।
নীল ডুমুর উত্তরপাড়া এলাকার মাসুদ মোড়ল বলেন, আগে থেকেই স্থায়ী সমাধানের উদ্যোগ না নেওয়ায় আজ তাদের এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফরিদুজ্জামান জানান, ভাঙনের খবর পাওয়ার পর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত পদক্ষেপ নেয়। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে বাজেট অনুমোদন হয়েছে এবং ভাঙনরোধে বস্তা ডাম্পিং কাজ শুরু করেছে ২ সেপ্টেম্বর বিকাল থেকে।
তিনি আরো জানান, অস্থায়ীভাবে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও-ব্যাগ ডাম্পিং করা হচ্ছে।
কেকে/ এমএস