বাংলাদেশের সর্ববৃহৎ পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বন্যপ্রাণী সংরক্ষণ, আইন সংশোধন, বনাঞ্চল রক্ষায় সরকার ও জনগণের করণীয় শীর্ষক আলোচনা সভা, গ্রিনম্যান অ্যাওয়ার্ড এবং প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে সভায় সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। সভা সঞ্চালনা করেন উদয় খান।
সভায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মনিরুল এইচ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. ফিরোজ জামান, বাংলাদেশ পরিবেশবিদ ইন্সস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি মাহমুদুর রহমান পাপন, রাজনীতিবিদ ও পরিবেশকর্মী উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা, মাতৃভূমি গ্রুপের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম হানিফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবীর, পরিকল্পনাবিদ মোহাম্মদ রাসেল কবির প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশ খাতে জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় ৬ বিশিষ্ট নাগরিককে জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৫ প্রদান করা হয়। এ বছর যারা সংবর্ধিত হয়েছেন তারা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. সারোয়ার জাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মনিরুল এইচ খান, দৈনিক খোলা কাগজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. তানজেরুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. শহিদুল ইসলাম পিয়াস, এখন টেলিভিশনের রিপোর্টার শম্পা বিশ্বাস ও সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের প্রভাষক মনিকা আফরোজ শিলা।
সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, বাংলাদেশের ৬ বিশিষ্ট নাগরিককে এ বছর জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৫ দিতে পেরে আমরা গর্বিত। তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিজের পেশার প্রতি সম্মান রেখে এবং দেশপ্রেমের চেতনায় বলীয়ান হয়ে রাষ্ট্রকে আগামী প্রজন্মের জন্য নিরাপদ করতে পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রেখে চলেছেন। আশা করি ভবিষ্যতেও করবেন। সবুজ আন্দোলন পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে বাংলাদেশ সরকারসহ সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বদ্ধপরিকর। ২০১৮ সালের ১লা সেপ্টেম্বর থেকে সবুজ আন্দোলন আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে৷ সারাদেশে সবুজ আন্দোলনের দুই লাখের বেশি সদস্য রয়েছে।
কেকে/এআর