বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      
দেশজুড়ে
কমলনগরে খাদ্যবান্ধব চাল বিতরণে ভয়াবহ অনিয়মের অভিযোগ
হাবিবুর রহমান, কমলনগর (লক্ষ্মীপুর)
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:৫৪ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ১০:৪২ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ৯টি ইউনিয়নে নিয়োগপ্রাপ্ত অধিকাংশ ডিলারদের বিভিন্ন অনিয়ম রয়েছে।

অফিসসূত্রে জানা যায়, উপজেলা ৯টি ইউনিয়নে ডিলার সংখ্যা ২০ জন। সুবিধাভোগী ৭ হাজার ৩৬২ জন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভোক্তারা মোট চাল পাবেন ২০৪ মে.টন প্রায়।

স্থানীয়দের অভিযোগ, চাল বিতরণে ডিলাররা ভোক্তাদের কাছ থেকে ন্যায্যমূল্য নিয়ে নানা অজুহতে ওজনে চাল কম দিচ্ছেন। কিছু কিছু ডিলার চাল বিতরণে স্থলে উল্টো চিত্রের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা মাহবুবুল আলমের  মনিটরিংয়ের অভাবে এই বেহাল অবস্থা। কিছু সংখ্যক ডিলার রুলস অনুযায়ী চাল বিতরণ করছেন। বেশিরভাগ ডিলারই সরকারী নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজের সুবিধানুযায়ী চাল বিতরণ করেন। ডিলাররা তাদের পছন্দমত টাইম বেধে দেন ভোক্তাদের।  

তালিকায় নামধারীরা ডিলারদের পছন্দের দিনে না আসলে নানা অজুহাতে চাল দেওয়া থেকে বঞ্চিত করার অভিযোগ অহরহ।

সরকারী চাল বিতরণ কার্যক্রম আইনে ননজুডিশিয়াল স্ট্যাম্পে সহি/স্বাক্ষর চাল নেয়। কিন্তু তাদের চাল বিতরণ চিত্র দেখা গেছে ভিন্ন। কার্ডধারীদের দাবি, সরকারি নিয়মানুযায়ী চাল বিতরণ করলে আমাদের উপকার হয়। চাল বিতরণে ওজনে বস্তাপ্রতি দুই/এক কেজি কম এটি অনেক পুরনো বিষয়। 

নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন ডিলার বলের, খাদ্য গুদামে ‘মানি’ দিলে ভালো চাল পাওয়া যায়। ওজনে সঠিক হয়। না হলে ছেঁড়া, লুজ ওজনে চাল কম হওয়ার তিক্ততার কথা ব্যক্ত করেন। আর এসবের পেছনে হাত রয়েছে এক শ্রেণির লোকের। যদি এমন মন্তব্য সঠিক নয় বলে দাবি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার মেসার্স মদিনা ট্রেডার্স, মেসার্স খাঁন স্টোর, মেসার্স নাহার ট্রেডার্স, জায়েদ ট্রেডার্স ও সামি ট্রেডার্স। এগুলো যথাযথ ভাবে চাল না দিয়ে নিজের ইচ্ছামতো চাল বিতরণ করেন। তোরাবগঞ্জ ট্যাগ অফিসার খোকন চন্দ্র দাসের সাথে কথা হলে তিনি চাল বিতরণ করেছেন বলে জানান। প্রকৃতপক্ষে ওই সময়ের মধ্যে চাল বিতরণ করে নাই।

এ বিষয়ে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব মো. মাহবুবুল আলম বলেন, আমরা চাল বিতরণে অনমতি দিয়েছি। কেউ যথাসময়ে বিতরণ না করলে বিধিমোতাবেক তার বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা  কোন ডিলারের কাছ থেকে কোন সুবিধা নেই না। তাহলে কেন তারা বিলি বন্টনে অনিয়ম করবে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সোনাইমুড়িতে পানির পাম্প চুরির করতে গিয়ে কিশোর নিহত
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব
চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close