যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা সারা দেশে ৫ টি মিনি বিসিবি গঠন করেছি। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের সঙ্গে ফুটবলের বিকেন্দ্রীকরণের জন্য বাফুফে কাজ করছে। বিকেন্দ্রীকরণ আমরা অ্যাজেন্ডা হিসেবে নিয়েছি।
শনিবার (৩০ আগস্ট) বিকালে মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সবসময় বলেছি, সকল ক্রীড়ার বিকেন্দ্রীকরণ করতে চাই। আমরা দেখেছি ঢাকার মধ্যে ফুটবল, ক্রিকেটসহ সকল খেলাধুলা সীমাবদ্ধ। এর বাইরে বড় কোনো টুর্নামেন্ট থাকে না। ফলে আমাদের প্রান্তিক খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ হয় না। দিনে দিনে আরো কমে গেছে।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, একটি বুস্ট দেওয়ার জন্যই জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের এ আয়োজন। এতে করে প্রত্যেকটি জেলা তাদের একটি করে টিম গঠন করবে। ভালো ভালো খেলোয়াড়দের তারা খুঁজে নিয়ে আসবে। যাতে তারা জাতীয় পর্যায়ে ক্রীড়ার নৈপুণ্য দেখানোর সুযোগ পায়। যে খেলোয়াড়রা ভালো খেলবে তাদের বাফুফে প্রশিক্ষণ মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিবে। এর মাধ্যমে সৃষ্টি হবে ইকো সিস্টেম যার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা গ্রামের মাঠ থেকে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।
এর আগে, জাতীয় চ্যাম্পিয়নশীপ উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করীম, বাফুফের সদস্য সাঈদ হাসান কানন প্রমুখ।
কেকে/ এমএস