চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ২৭ আগস্ট বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, নেজামপুর মরাফেলা গ্রামের আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২২)। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গৃহকর্তা আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত অটো চার্জার ভ্যানে প্রতি রাতের মতো সারা রাত বৈদ্যুতিক চার্জে দেওয়া ছিল।
ভোর সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক সকেট থেকে অটো চার্জারের লাইন খুলতে গেলে গৃকর্তার স্ত্রী হাওয়া বেগম বিদ্যুতায়িত হয়। ঘটনা দেখে মাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়। তাদের শব্দ পেয়ে ছেলের বউ দৌড়ে গিয়ে ধরতে গেলে সেও বিদ্যুতের শক লেগে পড়ে যায়।
ছেলের বউ প্রাণপণ চেষ্টা করে তার শ্বশুর আলমগীরকে ডাক দেয়। গৃহকর্তা আলমগীর এসে দেখেন স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কেকে/এএস