পিডিবিতে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর বর্ষপূর্তীতে ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিদ্যুৎ ভবনের মুক্তি হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিউবো চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. রেজাউল করিম এবং প্রধান আলোচক হিসেবে রাজনৈতিক বিশ্লেষক, ওপিনিয়ন মেকার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ শীর্ষক প্রামাণচিত্র উপস্থাপন এবং গ্রাফিতি সংকলন-এর মোড়ক উম্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো’র সদস্য প্রশাসন মো. আমিনুল হক, সদস্য পিএন্ডডি প্রকৌশলী মো. শামসুল আলম, সদস্য উৎপাদন প্রকৌশলী মো. জহুরুল ইসলাম ও সদস্য কোম্পানি অ্যাফেয়ার্স প্রকৌশলী আ. ন. ম. ওবায়দুল্লাহ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিউবো’র উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বিউবো চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. রেজাউল করিম ‘জুলাই ৩৬’ নামকরণকে একাটি বিশেষ শব্দ হিসেবে উল্লেখ করে বলেন, এটি এমন এক শব্দ যা পৃথিবীর কোনো শব্দকোষ-এ পাওয়া যাবে না। আমরা আমাদের মাতৃভূমির কাছে বিশেষভাবে দায়বদ্ধ। তাই জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন আমরা যেন তাদের পাশে থাকি। এটা যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না থাকে।
বিউবো চেয়ারম্যান আরো বলেন, আমাদের মানসিকতা হওয়া উচিত এমন যে, আমি হবো সরকারের একজন ভৃত্য এবং জনগণের খেদমতকার। আমাদের আমিত্ব বলে কিছু থাকা উচিৎ নয়। স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার বুদ্ধি কাজে লাগিয়ে আমাদেরকে কাজ করতে হবে। বিউবো’র স্বার্থ রক্ষা করে একে সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের দায়িত্ব।
‘মাতৃভূমি অথবা মৃত্যু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি আলোচক ডা. জাহেদুর রহমান বিগত এক বছরের স্মৃতিচারণ করে বলেন, আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা আজ এখানে সুস্থ স্বাভাবিকভাবে অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি। এর সম্পূর্ণ অবদান সেই জুলাই যোদ্ধাদের। তাই আমাদের দায়িত্ব থাকবে যে যার অবস্থান থেকে তার দায়িত্বের অংশটুকু সর্বোচ্চ সততার সাথে পালন করা। তবেই তাদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে।
তিনি প্রত্যাশা করেন, পরবর্তী প্রজন্ম যেন এই জুলাই যোদ্ধাদের মনে প্রাণে লালন করেন এবং সহানুভুতি নিয়ে তাদের পাশে দাঁড়ান।
উল্লেখ্য, ৩৬ জুলাই এর চেতনায় উদ্বুদ্ধ বিউবো’র প্রকৌশলীবৃন্দের উদ্যেগে আয়োজিত ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিউবো’র নক্সা ও পরিদর্শন-২ পরিদপ্তরের উপ পরিচালক (নি. প্র.) মো. সাহেদুর রহমান।
কেকে/ এমএস