সোমবার, ২৭ অক্টোবর ২০২৫,
১১ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
শিরোনাম: ‘থুথু’ ফেলা নিয়ে ড্যাফোডিল-সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ      নভেম্বর ঘিরে ঘোট পাকাচ্ছে আ.লীগ       নির্বাচনে ‘গলার কাঁটা’ ইউপি প্রতিনিধিরা      মিলছে না অনেক হিসাব      দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?      ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার      ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৪, হাসপাতালে ১১৪৩      
বিনোদন
আমার স্ত্রী ৬ মাসের প্রেগন্যান্ট : তৌহিদ আফ্রিদি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদি বলেন, আমার স্ত্রী ৬ মাসের প্রেগন্যান্ট।

রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে।

এদিকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা এখন ভাইরাল। ভিডিওতে দেখা যায় তিনি বলছেন, ‘আমি শুধু ভয় পাইতেছি আমার স্ত্রীটা ছয়মাসের প্রেগন্যান্ট।’

এছাড়া একজন তৌহিদ আফ্রিদির কাছে জানতে চান, এটি ভাড়া বাসা কিনা। জবাবে কনটেন্ট ক্রিয়েটর জানান, না এটা তার চাচা, তার আপন দাদার বাসা। তার বাবার এই অবস্থায় দাদার করব জিয়ারত করতে এসেছেন।

এর আগে তিনি পবিত্র কুরআনের কসম কেটে আশ্বস্ত করার চেষ্টা করে বলেন, তিনি পালাবেন না। পরবর্তীতে গাড়িতে উঠার সময় প্রশ্ন করেন, ‘আমরা ডিবিতে যাচ্ছি না?’ এ সময় পাশ থেকে বলতে শোনা যায় সিআইডি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকার একটি মামলায় সিআইডি ঢাকার একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করেছে তৌহিদ আফ্রিদিকে। অভিযানে কোতোয়ালি পুলিশ তাদের সহয়তা করলেও মামলার ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানেন না এবং সেখান থেকে রাতেই তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বলে জানান ওসি।

এ ঘটনায় সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় এজাহারনামীয় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে পুলিশ। তাকে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক
বিপুল পরিমাণ অ্যালকোহলসহ ২ মাদক কারবারি গ্রেফতার
‘থুথু’ ফেলা নিয়ে ড্যাফোডিল-সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা, ২ নম্বর সতর্ক সংকেত
মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন

সর্বাধিক পঠিত

চকরিয়ায় চিংড়ি ঘের-বেড়িবাঁধ ও উন্নয়ন কাজ পরিদর্শনে মৎস্য সচিব
মস‌জি‌দে আমির হামজা‌কে রাজ‌নৈ‌তিক বক্তব্য দি‌তে নি‌ষেধ করায় বিএন‌পি নেতা লাঞ্ছিত
ফটিকছড়িতে টিলা ধসে শ্রমিকের মৃত্যু
বিএনপি দুর্দিনেও মানুষের পাশে থাকে : মফিকুল হাসান
দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close