লালমনিরহাটের কালীগঞ্জে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়া দুই তরুণ ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা পাওয়া এই দুই ক্রিকেটার হলেন স্বাধীন ইসলাম ও সীমান্ত রায় রিংকু। তারা দুজনই কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকার দুরন্ত ক্রিকেট একাডেমীর সদস্য।
বুধবার (২০ আগস্ট) দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সোনালী অতীত ক্লাব ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলা।
কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান আব্দুল মালেক, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শিলু এবং দুরন্ত ক্রিকেট একাডেমীর সভাপতি মারুফ হাসান তমাল।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোকলেছুর রহমান টুকু, প্রভাষক রিয়াজ উদ্দিন মিন্টু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন পারভেজ ও জালাল উদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ শিপন, এবং ক্রিকেট কোচ উজ্জল হোসেন।
সংবর্ধনা শেষে কালীগঞ্জ প্রেসক্লাব ও সোনালী অতীত ক্লাবের পক্ষ থেকে দুই তরুণ ক্রিকেটারের হাতে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
কেক/এআর