চলতি বছরে জানুয়ারি থেকে ২০আগস্ট পর্যন্ত বান্দরবান জেলায় ১৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী উন্নয়ন কেন্দ্র (বিএনকেএস) এর উপ নিবাহী পরিচালক উবানু মার্মা।
বুধবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবে ‘নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সুশীল সমাজের নাগরিকদের ভূমিকা শীর্ষক সংলাপ’ বিষয়ক এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরেন উবানু মার্মা।
সংলাপে ২০২৪ সালের সারাদেশের নারী নির্যাতনের চিত্র তুলে ধরা হয়, পাশাপাশি চলতি বছরের জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত বান্দরবানে ৩৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানানো হয়। জেলা লিগ্যাল এইড, পুলিশ ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বিএনকেএস এর উপ নিবাহী পরিচালক উবানু মার্মা এই তথ্য তুলে ধরেন বলে নিশ্চিত করেন। এসময় তিনি ৮মাসেই বান্দরবানের পাহাড়ে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনকে ঘটনাগুলোর সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান।
উপ নিবাহী পরিচালক উবানু মার্মা জানান, প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি সে তথ্য অনুযায়ী বান্দরবান জেলার থানচিতে ১জন, বান্দরবান সদরে ৩ জন, লামা উপজেলায় ৭ জন, আলিকদম উপজেলায় ২জন, রুমা উপজেলায় ১ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩জন, রোয়াংছড়ি উপজেলায় ১জনসহ মোট ধর্ষণের শিকার হয়েছে ১৮জন। আর আরো ১৬জন নারী বিভিন্নভাবে নির্যাতনে শিকার হয়েছে, সবমিলিয়ে ৮মাসেই বান্দরবানের ৭টি উপজেলায় ৩৪জন নারী নির্যাতনের শিকার হলো।
সভায় বক্তারা বলেন, দুর্গম এলাকায় কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটলে অভিভাবকেরা আইনের আশ্রয় নিতে চায় না বা থানায় মামলা দায়ের করতে অনীহা প্রকাশ করেন।
সভায় বক্তব্য প্রদান করতে গিয়ে বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক বলেন, বিএনকেএস পার্বত্য এলাকায় নারী ও শিশুদের উন্নয়নে বিভিন্ন কাজ করছে আর তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রশাসন ও সংবাদকর্মীরা অনেক তথ্য সহজেই সংগ্রহ করতে পারছে।
সভায় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এবং বান্দরবানের পাহাড়ে বিভিন্নভাবে শিশু ও নারীরা নির্যাতনের শিকার হচ্ছে মন্তব্য করে এক্ষেত্রে অভিভাবকদের আরো সচেতন হওয়া এবং যেকোন ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনের সাথে যোগাযোগের জন্য সকলের প্রতি আহ্বান জানান। এসময় তিনি সম্প্রতি বান্দরবানে ৫যুবক কর্তৃক এক শিক্ষার্থীকে গণধর্ষণের তীব্র নিন্দা প্রকাশ করেন এবং দোষীদের সকলকে দ্রুত আটক করে শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
বিএনকেএস কার্যকরী কমিটির সভানেত্রী নেমকিম বম এর সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মানবাধিকার কর্মী অং চ মং মারমা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
কেকে/এআর