জামালপুরে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন দলটির একাংশের পদবঞ্চিত নেতাকর্মীরা।
হরতাল সমর্থনে সন্ধ্যায় শহরে মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরজুড়ে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৮টার দিকে শহরের বকুলতলা থেকে একটি মশাল মিছিল শুরু করে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বর এলাকায় গিয়ে শেষ হয়।
এরপর সেখানেই বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সড়কে অগ্নিসংযোগের মাধ্যমে হরতালের জানানদেন মিছিলকারীরা।
কেকে/এএস