চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ৫ টি ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও নাজিরহাট পৌরসভার একটি টিম সহায়তা করে।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাজিরহাট মেডিকেল) গেইট সংলগ্ন বিভিন্ন ফার্মেসিতে নানা অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে আরজু ফার্মেসি, রহমানিয়া ড্রাগ ফার্মেসি, বিসমিল্লাহ ঔষধ বিতান ও শহীদ মেডিসিন হলসহ মোট পাঁচটি ফার্মেসিকে জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধের দায়ে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে।
কেকে/এআর