যশোরের কেশবপুরে তারেক সরদার (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গৌরিঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা গতকাল রাতে অজ্ঞাতনামা কে বা কারা তাকে মেরে ফেলে রেখে গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কেশবপুর থানার ওসি তদন্ত খান শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, মরাদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
কেকে/এজে