‘Plant Today; Breathe Tomorrow’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের পি-১০৪ ও ১০৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের অংশ হিসেবে মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানী বাড্ডার বেরাইদ পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ফুলের চারা রোপণ করা হয়।
শিক্ষার্থীরা জানান, এ ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক উদ্যোগে অংশ নিতে পেরে তারা গর্বিত ও আনন্দিত।
এ উদ্যোগের সার্বিক দায়িত্বে ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. নয়ন হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগ সমাজ ও দেশের জন্য অনুপ্রেরণার উৎস। টেকসই, নির্মল ও পরিবেশবান্ধব দেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
কেকে/এএস