‘আমার উপজেলা, আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত’ এ স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় কিশোরগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নকে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন ৬টি মুক্ত ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডাইরেক্টর সুরেশ বর্টিলেট, সিনিয়র ডাইরেক্টর চন্দন জাকারিয়া গমেজ, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ডেপুটি ডাইরেক্টর জেনি মিল গ্রেড ডি ক্রুশ, কৃষি অফিসার লোকমান আলম, সমাজসেবা অফিসাট জাকির হোসেন, মহিলা বিষয় কর্মকর্তা নুরন্নাহার শাহাজাদী, সিনিয়র ম্যানেজার নীলফামারী (এসিও) অনুকুল চন্দ্র বর্মন, বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর ডি কস্তা, কো- অর্ডিনেটর তানজিমুল ইসলামসহ ইউনিয়ন চেয়ারম্যানগন।
কেকে/ এমএস