বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      
দেশজুড়ে
দীর্ঘদিন ইউএনও ও এসিল্যান্ডের পদ শূন্য, দুর্ভোগে আত্রাইবাসী
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২:০৩ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)–এসিল্যান্ডের পদ শূন্য থাকায় জনসেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে জমি সংক্রান্ত কাজসহ নানা দাফতরিক সেবা পেতে চরম ভোগান্তির মুখে পড়ছেন সেবা প্রত্যাশীরা।

জানা গেছে, গত বছরের ৩০ অক্টোবর তৎকালীন এসিল্যান্ড সিনথিয়া হোসেন বদলি হওয়ার পর থেকে এ পদটি ফাঁকা রয়েছে। এরপর চলতি বছরের ১ জুন ইউএনও মো. কামাল হোসেন অন্যত্র বদলি হলে সেটিও শূন্য হয়ে পড়ে। বর্তমানে রাণীনগর উপজেলার ইউএনও মো. রাকিবুল হাসান অতিরিক্ত দায়িত্ব হিসেবে আত্রাইয়ের ইউএনও এবং এসিল্যান্ডের দায়িত্ব পালন করছেন।

গুরুত্বপূর্ণ এ দুটি পদ শূন্য থাকায় উপজেলা প্রশাসনের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। বিশেষ করে ভূমি সংক্রান্ত খারিজ-নামজারি, জমি বিক্রি বা দলিল প্রস্তুতের কাজে দেখা দিয়েছে দীর্ঘসূত্রতা। জরুরি প্রয়োজনে জমি বিক্রি করতে গিয়েও অনেকেই বিপাকে পড়েছেন।

পাঁচুপুর গ্রামের বাসিন্দা ডা. শরিফুল ইসলাম বলেন, “আমাদের গ্রামের গোরস্থানের জমি সংক্রান্ত কাগজপত্র প্রস্তুতের জন্য দীর্ঘদিন ধরেই অফিসে ঘুরছি, কিন্তু কাজ কিছুই হচ্ছে না। এসিল্যান্ড না থাকায় আমরা চরম ভোগান্তিতে রয়েছি।

একই অভিযোগ করেন ভরতেঁতুলিয়া গ্রামের মো. জামাল শেখ। তিনি বলেন, “জমির খারিজ বা নামজারি করতে দীর্ঘ সময় লাগছে। জরুরিভাবে জমি বিক্রির প্রয়োজন থাকলেও তা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে আত্রাইয়ের দায়িত্বে থাকা রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, “দুই উপজেলার দায়িত্ব পালন কঠিন হলেও আমি যথাসাধ্য চেষ্টা করছি। বর্তমানে কিছু এসিল্যান্ডের প্রশিক্ষণ চলমান রয়েছে। আশা করছি, খুব শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আত্রাইয়ে এসিল্যান্ড পদে নিয়োগ দেবেন।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গঙ্গাচড়ায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন
ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭
পাবনা-৪ আসনে এনসিপির প্রার্থী ড. এমএ মজিদ
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ
পঞ্চগড়-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আসাদুজ্জামান নূর
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close