আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হবে ৮০ হাজারেরও বেশি সেনা সদস্য। পাশাপাশি পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নৌবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার ১১ আগস্ট সকালে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, নতুন ভোটার ও ছেলে-মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে, যাতে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারে। পূর্ববর্তী নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে দুইজন আনসার সদস্য দায়িত্ব পালন করলেও এবার প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তা জোরদারে অতিরিক্ত একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে। এতে নিরাপত্তা আরো শক্তিশালী হবে।
তিনি আরো জানান, নির্বাচনের সময় মাঠে থাকা পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে, যাতে যেকোনো পরিস্থিতি পর্যবেক্ষণ ও নথিবদ্ধ করা যায়। সরকারের লক্ষ্য হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা। এজন্য রাজনৈতিক দল, প্রশাসন এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
নিরীহ ও নির্দোষ মানুষকে যাতে হয়রানি বা মামলার মুখোমুখি হতে না হয় সে বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
টাকার লোভে কিছু ক্ষেত্রে জুলাই-আগস্টে অনাকাঙ্ক্ষিত মামলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি যাতে কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হন।
আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছরের জুলাইয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। আগে থানায় মানুষ অভিযোগ জানাতে আসতো না, আনসার বাহিনীতে বিদ্রোহের মতো পরিস্থিতি ছিল, অন্য বাহিনীগুলোও তেমন সক্রিয় ছিল না। যদিও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো হয়নি, তবুও বর্তমান অবস্থা নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট অনুকূল।
গণমাধ্যমের প্রশংসা করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যম সঠিক ও দায়িত্বশীল প্রতিবেদন দেওয়ার কারণে প্রতিবেশী কয়েকটি দেশে ছড়ানো ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার অনেকটাই বন্ধ হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।
কেকে/ এমএস