পটুয়াখালীর দশমিনায় পঞ্চায়েত বাড়িতে রাতের আধারে ডাকাতির ঘটনা ঘটে।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত অনুমানিক ২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবুল হোসেন পঞ্চায়েতের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড় বড়গোপালদী গ্রামে বসবাস করে আবুল হোসেন পঞ্চাইতের পরিবার। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে আড়াইটার দিকে বসত ঘরের উপরের পাটাতনের সামনের হাওয়া বাড়ান্দা দিয়ে ৪-৫জন ঘরে প্রবেশ করেন নিচে নেমে সামনের দরজা খুলে আরো ১০-১৫ জন প্রবেশ করে প্রথমে শাইরুলের রুমে পরে আবুল হোসেনের রুমে প্রবেশ করে তাদের বেঁধে ফেলে। রুমে ঘুমে থাকা ১৫ দিনের শিশুকে ডাকাত দল তুলে নিয়ে মাথার উপরে উঁচু করে তুলে শাইরুলকে বলে বৃহস্পতিবার ব্যাংক থেকে ৯ লাখ টাকা আনছিস—সেটাসহ ঘরে স্বর্ণালংকার যা আছে দে। তা না হলে তোর বাচ্ছাকে পাকায় ফেলে আছাড় দিব।
শাইরুল ও তার বাবাকে বেধম মারধর করে। ছেলের জীবন বাঁচাতে আলমিরার চাবি দেয় ডাকাত দল টাকাসহ স্বর্ণালংকার নিয়ে চলে যায়, ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। তাদের পরনে ছিল শর্ট প্যান্ট, কালো গেঞ্জি, মুখে ছিল মাস্ক ও পায়ের হাটু পর্যন্ত কালো মোজা। পরে শাইরুল ডাক চিৎকার করলে এলাকর লোক এসে শাইরুরকে দশমিনা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন।
শাইরুল জানান, দশমিনা উপজেলা সৃষ্টির ইতিহাসে উপজেলা সম্রান্ত পরিবার পঞ্চাইত বাড়িতে এমন ঘটনা এই প্রথম। শুক্রবার রাতে আমার ঘরের উপরের পাটাতনের সামনের বেলকনি দিয়ে ২০-২৫ জন মুখোশ পরিহিত, শরীরে কালো গেঞ্জি, পরনে কালো প্যান্ট ও পায়ে মোজা পরে ঘরে প্রবেশ করে আমাকে ও আমার অসুস্থ বাবাকে হাত, পা বেঁধে ফ্লোরে সোয়াইয়া বেদম মারধর করে। আমার ১৫ দিনের বাচ্ছা নিয়ে মাথার উপর উঠিয়ে বলে টাকা কোথায়, বৃহস্পতিবার ব্যাংক থেকে আনলি, আর ঘরে স্বর্নালংকার যা আছে দে। তা না হলে তোর বাচ্ছাকে ফ্লোরে আছাড় দিয়ে শেষ করে ফেলব। পরে আলমারি থেকে নগদ ৯ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। আমার শিশু সন্তানকে ঘরের মেঝেতে রেখে ঘর থেকে চলে যায়। সকলের হতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। মুখোশ থাকায় কাউকে চিনতে পারিনি। আমি আইনের আশ্রয় গ্রহণ করব।
স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান, জানান উপজেলায় এক সপ্তাহের মধ্যে একাধিক ডাকাতি সহ কয়েক মাস ধরে অজ্ঞান পার্টির দৌরত্ব বেড়েই চলেছে। অনেক পরিবার নিঃস্ব হয়েছে। এতে করে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক হতে হবে পুলিশ টহল বৃদ্ধি করতে হবে। তা না হলে আইনশৃঙ্খলার অবনতি হবার সম্ভবনা রয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনার বিষয় শুনে ঘটনাস্থলের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। পরবর্তি কার্যক্রম পক্রিয়াধীন আছে।
কেকে/এজে