গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন শিবচর শাখা।
শুক্রবার (৮ আগস্ট) বাদ এশা শিবচর পৌর বাজারের সামসুল উলূম কওমী মাদ্রাসার সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।
এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জনসমাগমপূর্ণ স্থানে একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনাটি প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতোটা অবনতি হয়েছে। ফলে সাংবাদিক সমাজ ও প্রতিবাদী জনতা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারো প্রমাণ হয়েছে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ এখন সন্ত্রাসী চাঁদাবাজদের দখলে চলে গেছে।’
এই সন্ত্রাসী, চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক সামাজিক শক্তিকে প্রতিহত করতে না পারলে দেশের কেউই রেহাই পাবে না বলে আশঙ্কা প্রকাশ করেন ইসলামী আন্দোলনের নেতারা।
সাংবাদিক তুহিন হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলন্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনের প্রতি দাবিও জানান তারা।
সমাবেশে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা বিএম হেমায়েত হোসেনসহ আরো অনেকেই।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শিবচর পৌর এলাকার মেইন রোড ও সড়ক ৭১ প্রদক্ষিণ করে।
কেকে/এআর