কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে নিখোঁজের ২ দিন পর ফারুক মুন্সি(৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগষ্ট) উপজেলা চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে তার লাশ উদ্ধার কার হয়। এর আগে বুধবার (৬ আগস্ট) দুপুর থেকে নিখোঁজ হন তিনি।
ফারুক মুন্সি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা জাকির মেম্বারের বাড়ির মৃত খোরশেদ মুন্সির ছেলে। প্রবাস থেকে ফারুক নিজ এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের পরে তার স্ত্রী রেহানা বেগম আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির করেন। না পয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শুক্রবার সকালে চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি কবরস্থানের পাশে ফারুক মুন্সির লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পরিবারের লোক ও থানা পুলিশকে খবর দিলে পরিবারের লোক ফারুক মুন্সির লাশ শনাক্ত করে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারুক মুন্সি দুদিন ধরে নিখোঁজ ছিল। তার স্ত্রী থানা একটি সাধারণ ডায়েরি করেছে। এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামল হয়েছে।
কেকে/এআর