‘জনগণকে ক্ষমতার উৎস ভাবা হলে স্বাধীন দেশে এত এত লাশ দেখতে হতো না’—এ মন্তব্য করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. রেজাউল করিম।
বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির (বিডব্লিউপিইএ) বিউবো শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে গণঅভ্যুত্থানে শহিদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর ১নং আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনের মসজিদে এ বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।
বিউবো চেয়ারম্যান বলেন, মেধার ভিত্তিতে দেশ পরিচালিত হওয়ার ছাত্রদের যৌক্তিক দাবি যদি সে সময় মেনে নেওয়া হতো কিংবা জনগণকে ক্ষমতার উৎস ভাবা হতো, তবে স্বাধীন দেশে এত এত লাশ দেখতে হতো না। আহত বা পঙ্গুত্বও বরণ করতে হতো না কান্ডারী ছাত্র-জনতাকে।
বিউবো’র উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল | ছবি: খোলা কাগজ
বিশেষ অতিথি বিউবো’র সদস্য প্রশাসন মো. আমিনুল হক সদ্য ইলেক্ট্রনিক মিডিয়াতে প্রচার হওয়া একটি ভিডিও ফুটেজ সম্পর্কে বলেন, তিন-চারজন পুলিশ সদস্য একজন নিরস্ত্র ছেলেকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে প্রকাশ্যে গুলি করে যে উল্লাস করছিলো, তা অমানবিক ও বিভৎস। এভাবে বোধ হয় পৃথিবীর কোনো স্বাধীন দেশেই নিজ নাগরিকদের ওপর পুলিশের গুলি করার দৃষ্টান্ত নেই।
তিনি বলেন, ইন্টারনেট না থাকার কারণে আমরা সে সময় অনেক নৃশংসতাই দেখতে পাইনি। বর্তমানে সেগুলো বেরিয়ে আসছে। সত্য উন্মোচিত হচ্ছে।
বিশেষ অতিথি সদস্য পরিকল্পনা ও উন্নয়ন প্রকৌশলী মো. শামসুল আলম বলেন, ১৯৭১ সালেও এ দেশবাসী অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। স্বাধীনতার এত বছর পরে এসে আবার এদেশের ছাত্র-জনতা স্বাধীনতাকে রক্ষার আন্দোলনে নিজেদেরকে উৎসর্গ করেছে। আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি।
বিশেষ অতিথি সদস্য কোম্পানি অ্যাফেয়ার্স ও সদস্য বিতরণ প্রকৌশলী আ. ন. ম. ওবায়দুল্লাহ বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীরা ত্যাগ করে গেছেন। আমরা সে ত্যাগের সুবিধাভোগী। সুতরাং, আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে তাদের জন্য কিছু না করতে পারি, তবে আমাদেরকে নিশ্চয়ই এ ব্যাপারে মহান আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে।
দোয়া মাহফিলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশীরা। সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।
দোয়া মাহফিলে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির (বিডব্লিউপিইএ) বিউবো শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহেদুল আজিমের (সজল) সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. মাহবুবুর রহমান এবং অনুষ্ঠান বাস্তবায়নে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেন।
দোয়া মাহফিলে শহিদদের আত্মার মাগফিরাত, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত আরোগ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।