জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে সাভারে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) সাভার মডেল মসজিদের সামনে সকাল ১০টার দিকে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন খান রাব্বানী তার বক্তব্যে বলেন,আমরা আশা করি আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করে জগদ্দল পাথরের মতো বসে ছিল। আমরা আন্দোলন করে সেই পাথর ভেঙেছি, গণঅভ্যুত্থান ঘটিয়েছি।
তিনি আরো বলেন,গত ১৭ বছর ধরে পুলিশের ভয়ে আমাদের নেতাকর্মীরা ঘুমাতে পারেনি। জেল-জুলুম, নির্যাতন, খুন, গুমের শিকার হয়েছে। নির্বিচারে গুলি করে শতশত আলেম-ওলামাদের হত্যা করেছে। তাই আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। ছাত্র ও জনতার আন্দোলনে অবশেষে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। আজ দেশের সব গণতান্ত্রিক দল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ৫ই মে শাপলা চত্বরের মতো পুনরাবৃত্তি এদেশে আর হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বক্তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আনোয়ার হোসেন কাসেমী আহ্বায়ক ঢাকা জেলা উত্তর, আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা নুর মোহাম্মদ সিনিয়র সহসভাপতি ঢাকা জেলা উত্তর। সমাবেশ শেষে একটি বিজয় মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কেকে/এএস