শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      
জাতীয়
পোশাকশিল্পকে সুরক্ষা দেওয়াই ছিল মূল লক্ষ্য : ড. খলিল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১১:৪৭ এএম আপডেট: ০১.০৮.২০২৫ ১২:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, আমাদের পোশাকশিল্পকে সুরক্ষা দেওয়াই ছিল মূল লক্ষ্য, তবে আমরা মার্কিন কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছি, যা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং যুক্তরাষ্ট্রের কৃষিপ্রধান রাজ্যগুলোর সঙ্গে সম্পর্কে ক্ষেত্রে  সহায়ক হবে।

শুক্রবার (১ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তিনি বলেন, আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আলোচনা চালিয়েছি, যাতে আমাদের প্রতিশ্রুতিগুলো জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের পর এ কথা বলেন ‌তিনি।

আরো পড়ুন : 



এতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ৭০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত নতুন শুল্কহার ঘোষণা করেছেন। এ ঘোষণাটি ১ আগস্ট দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি চূড়ান্তকরণের সময়সীমার ঠিক আগে এসেছে।

এ চুক্তিগুলো শুধু শুল্ক সংশোধনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এতে সংশ্লিষ্ট দেশগুলোর অভ্যন্তরীণ নীতিগত সংস্কারও অন্তর্ভুক্ত হয়েছে, যা ট্রাম্প প্রশাসনের মতে বাণিজ্য ভারসাম্যহীনতার অন্যতম কারণ। এছাড়া এসব চুক্তি অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তাজনিত আরো বিস্তৃত ইস্যুগুলোও কভার করে। আলোচনার অংশ হিসেবে, দেশগুলোকে মার্কিন পণ্য ক্রয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি দিতে হয়েছে, যাতে আমদানি-রপ্তানি ঘাটতি কমে যায়।

বিষয়গুলোর ব্যাপকতা বিবেচনায় নিয়ে, পুরো আলোচনা প্রক্রিয়াটি ছিল জটিল ও সময়সাপেক্ষ। শুল্কছাড় শুধু মার্কিন রপ্তানি পণ্যের ওপর শুল্ক কমানোর প্রতিশ্রুতির সঙ্গে নয়, বরং অ-শুল্ক বাধা, বাণিজ্য ভারসাম্যহীনতা এবং নিরাপত্তা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতে সংশ্লিষ্ট দেশের সদিচ্ছার ওপরও নির্ভর করছিল।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রতিটি দেশের জন্য নির্ধারিত শুল্কহার নির্ভর করবে তারা প্রতিটি ক্ষেত্রে কতটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তার ওপর।

বাংলাদেশ ২০ শতাংশ শুল্ক হার নিশ্চিত করেছে—যা তার প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশ যেমন শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার সঙ্গে তুলনামূলক। এসব দেশও ১৯ থেকে ২০ শতাংশ শুল্কের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। এর ফলে বাংলাদেশ তার পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। বিপরীতে, ভারত একটি বিস্তৃত চুক্তি করতে ব্যর্থ হওয়ায় তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

খলিলুর রহমান বলেন, আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আলোচনা চালিয়েছি যাতে আমাদের প্রতিশ্রুতিগুলো জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আমাদের পোশাকশিল্পকে সুরক্ষা দেওয়াই ছিল মূল অগ্রাধিকার। তবে আমরা মার্কিন কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছি, যা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং যুক্তরাষ্ট্রের কৃষিপ্রধান রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।

আজ আমরা ৩৫ শতাংশ পাল্টা শুল্কের সম্ভাবনা থেকে মুক্ত থাকতে পেরেছি। এটি আমাদের পোশাক খাত এবং এর সঙ্গে যুক্ত লাখো মানুষের জন্য বড় সুখবর। একই সঙ্গে আমরা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতা ধরে রেখেছি এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের নতুন সুযোগ সৃষ্টি করেছি।-যোগ করেন ড. রহমান।

কেকে/এএস
আরও সংবাদ   বিষয়:  পোশাকশিল্প   বাণিজ্য  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close