শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      ‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’      মার্কিন শুল্ক সন্তোষজনক, তবে পুরো বিষয়টা খোলাসা করা উচিত : খসরু      ২০ শতাংশ শুল্কে অন্তর্বতী সরকারের অন্যতম সফলতা: আইন উপদেষ্টা      
দেশজুড়ে
গোপালপুরে শতবর্ষী বটগাছ ভেঙে পড়ে আহত ১৭
মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১১:০৩ পিএম
শতবর্ষী বটগাছ ভেঙে পড়েছে জনসমাগমপূর্ণ স্থানে। ছবি : খোলা কাগজ

শতবর্ষী বটগাছ ভেঙে পড়েছে জনসমাগমপূর্ণ স্থানে। ছবি : খোলা কাগজ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা বাজারে সাপ্তাহিক হাটের দিনে শত বছরের পুরনো একটি বিশাল বটগাছ ভেঙে পড়ে অন্তত ১৭ জন পথচারী ও হাটে আসা ক্রেতা-বিক্রেতা আহত হয়েছেন। এতে অন্তত ১৫ টি দোকান ভেঙ্গে ক্ষয়ক্ষতির হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হঠাৎ করেই এ বটগাছটি ভেঙে পড়ে জনসমাগমপূর্ণ স্থানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বটগাছটি ভেঙে পড়লে বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাছের নিচে চাপা পড়ে যান অনেকেই। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং শুরু করে উদ্ধার তৎপরতা।

আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও জনসাধারণ। ছবি : খোলা কাগজ

আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও জনসাধারণ। ছবি : খোলা কাগজ


ঘটনার খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তুহিন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফায়ার সার্ভিস, প্রশাসন এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন— গোপালপুর থানা অফিসার ইনচার্জ গোলাপ মুক্তার আশরাফ উদ্দিন, গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, নগদা শিমলা ইউনিয়নের বিএনপির সভাপতি সাগর মিয়া, গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে এই বটগাছটি শিমলা বাজারের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ছিল। তবে গাছটির ভেতরে পচন ধরেছিল, যা আগে থেকেই অপসারণ করা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন অনেকে।

শত বছরের পুরনো বটগাছ ভেঙে শিমলা বাজারে। ছবি : খোলা কাগজ

শত বছরের পুরনো বটগাছ ভেঙে শিমলা বাজারে। ছবি : খোলা কাগজ


ঘটনার পর থেকে বাজার এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে এমন ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ ও নিয়মিত পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. নুরুল ইসলাম বলেন আহতদেরকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, আমরা গাছটির সরিয়ে দেয়ার ব্যবস্থা করছি।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  গোপালপুর   শতবর্ষী বটগাছ   ভেঙে পড়া   আহত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল
‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক
বড়লেখা ২০ফুট লম্বা অজগরকে পিটিয়ে হত্যা
যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
লালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি আটক
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close