সারাদেশে চলমান পথসভার অংশ হিসেবে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল মোড়ে পথসভা করেছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বুধবার (৩০ জুলাই) রাত ৯ টায় নরসিংদীর পথসভা শেষ করে বাইপাইলে এ পথসভা করেন তারা।
জুলাই পদযাত্রায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডাক্তার তাসনীম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারীসহ অনেক নেতৃবৃন্দ।
এনসিপির পথসভাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অত্র এলাকায়। ইতোমধ্যেই স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়েছে বাইপাইল মোড়ে সভাস্থলে।
কেকে/ এমএস