গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে আফ্রিকার দেশ বতসোয়ানার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিও ভিজুয়াল রুমে ভবিষ্যৎ গবেষণা সহযোগিতা নিয়ে দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানার একটি উচ্চ পর্যায়ের ২৬ জনের গবেষণা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। উক্ত বৈঠকে বতসোয়ানার পক্ষে নেতৃত্ব দেন বতসোয়ানা প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) উম্পিল জন সেহুরুত্শে। দ্বিপাক্ষীয় বৈঠকটি সমন্বয় করেন মাসাম আইএনসি-এর চেয়ারম্যান নাফিস চৌধুরী, মিসেস অনিন্দিতা চৌধুরী এবং হাতেম আলী।
এ সময় বতসোয়ানার পক্ষে উপস্থিত ছিলেন বতসোয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার (বর্ধিত) মাসা রামোরাথুদি, এমএস. হিলদাহ মোত্সিপা, বিএএমবি এর সিইও ল্যাম্বানি চার্লস ওবুসেংসহ উচ্চপদস্থ অনেকে এবং গাকৃবির উপউপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, রেজিস্ট্রার।
আলোচনার শুরুতে গাকৃবির ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের ওপর একটি প্রাণবন্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারি প্রদর্শন শেষ হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির চিত্র তুলে ধরেন।
কেকে/এএস