বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
শিক্ষা
উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১০:০২ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আজ শুরু হয়েছে। আগামী ১১ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

আজ বুধবার (৩০ জুলাই) সকাল থেকে আবেদন শুরু হয়েছে। ইতোমধ্যে নতুন ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নীতিমালায় বলা হয়েছে, এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আবেদনের জন্য নির্ধারিত ফি ২২০ টাকা।

ভর্তি ফি অঞ্চল ও কলেজভেদে ভিন্ন হবে। সর্বনিম্ন ফি ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফিতে ভর্তি ও সেশন ফি, বোর্ড রেজিস্ট্রেশন ফি, রেড ক্রিসেন্ট, ক্রীড়া ও অন্যান্য খাত অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই রশিদের মাধ্যমে ফি আদায় করতে হবে। অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

ঢাকা মহানগরীর নন-এমপিও ইংরেজি ভার্সন কলেজগুলো সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ফি নিতে পারবে। অন্যদিকে উপজেলা পর্যায়ের এমপিওভুক্ত বাংলা মাধ্যম কলেজে সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিদেশি বোর্ডের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে, তবে সেক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিতে হবে।

এবার ৯৩ শতাংশ আসন উন্মুক্ত রাখা হয়েছে। বাকি ৭ শতাংশ কোটার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য, ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এবং ১ শতাংশ অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেসব আসনে মেধাক্রম অনুযায়ী ভর্তি নেওয়া হবে।

সমান জিপিএপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর দেখে মেধাক্রম নির্ধারণ করা হবে। নম্বরও সমান হলে বিভাগভেদে নির্দিষ্ট বিষয়ের নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। যেমন, বিজ্ঞান বিভাগে গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ইংরেজি, গণিত ও বাংলা বিষয় বিবেচনায় নেওয়া হবে।

নিজ কলেজে এসএসসি পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হতে পারবে নির্ধারিত বিভাগে। তবে বিভাগে আসন পূরণ হওয়ার পর অবশিষ্ট আসনে বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা যাবে।

পুরো ভর্তি প্রক্রিয়াটি অনলাইনে পরিচালিত হবে। প্রতিটি কলেজকে নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। কোনো শিক্ষার্থীকে বোর্ডের অনুমতি ছাড়া ছাড়পত্র দেওয়া যাবে না এবং অন্য কলেজে ভর্তি নেওয়া যাবে না। ছাড়পত্র ও ভর্তি তথ্য বোর্ডে ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, অনুমোদনহীন ক্যাম্পাস বা বিষয়ের অধীনে ভর্তি কার্যক্রম চালালে সংশ্লিষ্ট কলেজের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে। সরকারি কলেজের ক্ষেত্রেও নিয়ম ভাঙলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমানের ফল প্রকাশের ৪৫ কর্মদিবসের মধ্যে আবেদন গ্রহণ, মেধাতালিকা প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর প্রক্রিয়া শেষ করতে হবে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  উচ্চ মাধ্যমিকে ভর্তি   ২০২৫-২৬ শিক্ষাবর্ষ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close