বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের চোরাচালানচক্রের প্রধান ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে (৩৪)কে আটক করে বিজিবি।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে নুরুল আবছারকে ৪টি আগ্নেয়াস্ত্র একনালা বন্দুক, ১টি দুইনালা বন্দুক, ৮রাউন্ড গোলাবারুদ, ৬টি খালি খোসাসহ আটক করে বান্দরবানের নাইক্ষংছড়ির ১১ বিজিবি এর সদস্যরা।
গত ২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপি কর্তৃক জব্দকৃত ৯হাজার ৬শত ৬০ পিস বার্মিজ ইয়াবা মামলায় পলাতক আসামি ছিল আটককৃত নুরুল আবছার, সে গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে। ইতঃপূর্বে নুরুল আবছার ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকাণ্ডের সাথে ডাকাত শাহীনের বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বলে জানায় বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েস জানান, সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীনের গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার অন্যতম সহযোগী ছিল, নুরুল আবছার ডাকাত শাহীনের মিয়ানমার থেকে অবৈধপথে আনা গরুর খামারের ম্যানেজার ছিল বলে জানা যায়, এছাড়া ডাকাত শাহীনের বর্তমান নানা অ্যাজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিল এই নুরুল আবছার।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির তথ্যমতে, আটককৃত আসামি নুরুল আবছারকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের রামু থানায় হসান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এআর