গাইবান্ধার সুন্দরগঞ্জে এক গৃহবধূকে অচেতন করে নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর আত্মীয় মো. আঙ্গুর মিয়া (৪৫) সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
শনিবার (২৬ জুলাই) রাতে উপজেলার ফলগাছা গ্রামের মাদ্রাসাপাড়া এলাকার মৃত খিজির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী বর্তমানে দুবাই ও ভাই মালয়েশিয়ায় প্রবাসে রয়েছেন। তিনি তার মায়ের সঙ্গে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারটিতে পুরুষ সদস্য না থাকায় গৃহবধূ প্রায়ই নিরাপত্তাহীনতায় ভুগতেন।
২৬ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খাবার শেষে তিনি এক গ্লাস গাভীর দুধ পান করে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, এর আগে কোনো একসময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে দুধে অচেতনকারী ওষুধ মিশিয়ে রাখে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএস