পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের আশানগর-হরিণখোলা সড়কে এস্কেভেটরবাহী একটি ট্রাক আটকে থাকায় টানা ৯ দিন চরম দুর্ভোগে পড়েছে প্রায় ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। সেখানে প্রবেশ করতে পারছে না অ্যাম্বুলেন্স ওষুধের গাড়ি, মাছের গাড়ি বিভিন্ন ধরনের পরিষেবা। জরুরি ভিত্তিতে ট্রাকটি অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, রোববার (২০ জুলাই) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মেট্রো শ-১১-১১-৩০ নম্বরের একটি ট্রাক এস্কেভেটর নিয়ে পূর্ণচরণ সরকারের বাড়ির সামনে সড়কে হঠাৎ দেবে যায়। এরপর থেকে ট্রাকটি সড়কের মাঝখানে পড়ে রয়েছে। ফলে আশপাশের হরিণখোলা, আশানগরসহ অন্তত ১০টি গ্রামের সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া কোমলমতী শিশুরা রোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
স্থানীয় ইউপি সদস্য শিবপ্রসাদ মণ্ডল বলেন, আমরা দীর্ঘ ৯ দিন ধরে মাছ পরিবহন করতে পারছি না। এতে মৎস্য খাতে কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। দ্রুত ট্রাকটি অপসারণে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে এলাকাবাসী দ্রুত সড়কটি থেকে ট্রাকটি সরিয়ে জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কেকে/এএস