সিলেটের ফেঞ্চুগঞ্জে বহুল আলোচিত ও কুখ্যাত মাদক কারবারি উজ্জ্বল মিয়াকে(৪১) গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যার পরে উপজেলার পিঠাইটিকর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের পিঠাইটিকর গ্রামের মৃত পাখি মিয়ার পুত্র।
এসময় তাকে তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ছয় হাজার ৮শ টাকা ও মাদক কারবারের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের পিঠাইটিকর গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকেই তাকে আটক করা হয়। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেকে/এজে