গাজীপুরের টঙ্গীতে সিটি কর্পোরেশনের ড্রেনে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২৭ জুলাই) রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত নয়টার দিকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় ১৭ ঘণ্টা পার হলেও নিখোঁজ নারীর কোন হদিস পাওয়া যায়নি। ঘটনাস্থলে নিখোঁজ নারীর পরিচয় দাবি করে দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়েছেন তার চাচাতো বোন।
নিখোঁজ নারীর চাচাতো বোন শুকতারা ইসলাম ঐশি দাবি করেন, নিখোঁজ নারী ফারিয়া তাসনিম জোতি(৩২) চুয়াডাঙ্গা সদর থানার বাগান পাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে। জোতি মিরপুরে বসবাস করে নিকুঞ্জ এলাকার মনিট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেল্স ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল টঙ্গীতে একটি অফিসিয়াল ভিজিটে এসে সিটি কর্পোরেশনের ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিঁখোজ হন। রাতে ফেসবুক ও বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি ওই এলাকায় একজন নারী ম্যানহোলে পরে যায়। তারপর আমাদের পরিবারের লোকজন তার মোবাইল নাম্বারে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে আজ হোসেন মার্কেট এসে জানতে পারি একজন নারী ম্যানহোলে পরে গেছে। তিনি দাবি করেন, নিঁখোজ নারী তার বোন জোতি। ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও তার বোন এখনো উদ্ধার হয়নি। তিনি অবিলম্বে তার বোনকে উদ্ধারের দাবি জানান।
জানা যায়, রোববার রাত নয়টার দিকে উদ্ধার অভিযান শুরু হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত ( দুপুর ২টা) ১৭ ঘণ্টা পেড়িয়ে গেলেও নিখোঁজ নারীর কোন হদিস পাওয়া যায়নি।
পথচারী আলম শেখ বলেন, ওই সময় ঘটনাস্থলের পাশে ছিলাম। হঠাৎ দেখলাম একজন নারী ড্রেনে পড়ে গেছে। সাথে সাথে আমি ও আমার ছোট ভাই রনি ওই নারীকে বাচানোর জন্য ড্রেনে নেমে যাই। পানিতে স্রোত বেশী হওয়ায় তলিয়ে যায় সে। আমাদের সাথে ফায়ার সার্ভিসের লোকজনও খোঁজাখুঁজি করেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখনও পর্যন্ত তাকে পাওয়া যায়নি। অভিযান অব্যাহত আছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দর হাবিবুর রহমান বলেন, নিখোঁজ নারী এখনো উদ্ধার হয়নি। অভিযান বেগবান করা হয়েছে।
কেকে/এআর