নরসিংদীর শিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কাঁঠালতলা গ্রামে এ ঘটনা ঘটে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো, মুনসেফেরচর কাঁঠালতলা গ্রামের শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (৩) এবং একই গ্রামের প্রতিবেশী সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (৩)।
শিশুদের স্বজন ও স্থানীয়রা জানান, পাশাপাশি বাড়ির দুই শিশু আলিফ ও মায়ামনি বৃষ্টির সময় খেলতে বের হয়। এ সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি ডোবার (গর্ত) পানিতে পড়ে যায় দুই শিশু। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন বলেন, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কেকে/এএস