চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে প্রায় আড়াই হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু খালে অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিনও ধ্বংস করা হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, নজরুল ইসলাম।
তিনি জানান, অবৈধভাবে নদী ও প্রাকৃতিক উৎস থেকে বালু উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং নদীর প্রবাহে বাধা সৃষ্টি করে। কোনোভাবেই অবৈধ বালু উত্তোলনকারীদের ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এ সময় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কেকে/এএস