সিরিজের শেষ ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাহিবজাদা ফারহানের ফিফটিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিল পাকিস্তান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই পাক ওপেনারের জুটিতে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তুলে নেয় পাকিস্তান।
দলীয় ৮২ রানের মাথায় প্রথম উইকেট হারানোর আগেই নিজের ব্যক্তিগত অর্ধশত রান তুলে নেন সাহিবজাদা। সাহিবজাদা এদিন শুরু থেকে বিধ্বংসী রুপে হাজির হন।
একের পর এক চার-ছক্কায় তুলে নেন ফিফটি। সাহেবজাদা দলীয় ৯৩ রানের মাথায় সাজঘরে ফিরলেও পথ হারায়নি পাকিস্তান।
কেকে/এজে