তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কেরানীগঞ্জের প্রতিপক্ষ ধামরাই উপজেলা।
রোববার (২৭ জুলাই) কেরানীগঞ্জের আটি ভাওয়াল মাঠে দ্বিতীয় সেমিফাইনালে দোহার উপজেলাকে ৪-০ এবং প্রথম খেলায় ২-০ গোলে পরাজিত করে তারা এ যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের ১০ নাম্বার জার্সি পরহিত রুবেল হোসেন ম্যাচ সেরা নির্বাচিত হন।
খেলার উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
এর আগে, সাভার উপজেলাকে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে ৩-২ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে কেরানীগঞ্জ উপজেলা। আগামী ২৯ জুলাই মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে।
কেকে/ এমএস