নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক মহির উদ্দিনকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে তাকে বড়াইগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক তৌহিদুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল আসাদ জানান, বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমাড়ি ব্রিজ এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী মাইক্রোবাসের সাতজন যাত্রী ও চালকসহ মোট আটজন নিহত হয়। ঘটনার পর থেকে ট্রাক চালক মহির উদ্দিন গা ঢাকা দেয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়। পরে তাকে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, বুধবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ থেকে একটি মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে রুগি দেখতে যাচ্ছিলেন একই পরিবারের ৭জন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইরমাড়ি ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ নারী নিহত হন। মাইক্রোবাসে থাকা অপর তিনজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। পরে বাকি দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐ দুইজনও মারা যায়। এ নিয়ে মাইক্রোবাসে থাকা চালকসহ মোট আটজনই মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকার জাহিদুল ইসলাম (৫৫), তাঁর স্ত্রী সেলিনা খাতুন (৫০), বোন ইতি খাতুন (৪৮), চাচাতো বোন আনোয়ারা খাতুন (৫৫), চাচাতো ভাইয়ের স্ত্রী আনোয়ারা খাতুন (৫০), শাশুড়ি আনজুমান আরাা খাতুন (৬৫) ও শ্যালিকা সীমা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসচালক শাহাবুদ্দিন আহমেদ (৪২)। পরে রাতে সড়ক দুর্ঘটনায় নিহতদের এক আত্মীয় নজরুল ইসলাম বাদী হয়ে ট্রাক চালকের নামে বড়াইগ্রাম থানায় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ ধারায় একটি মামলা দায়ের করলে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ট্রাক চালককে গ্রেফতার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কেকে/ এমএস