ব্যাপক আলোচনার মধ্যে ২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে ঘটা করে বিয়ে করেছিলেন পাকিস্তানের সফল ক্রিকেটার ও অধিনায়ক শোয়েব মালিক। সেই বিয়ের মেয়াদ টিকেছিল ১৩ বছর। ২০২৩ সালেই সানিয়া মির্জা শোয়েব মালিকের ওপর অতীষ্ঠ হয়ে ডিভোর্স দেন। শোয়েব মালিক নিজের জীবনে সঙ্গী করে নেন সানা জাভেদকে। জানেন কি? এ দম্পতির দ্বিতীয় বিয়ের একটা অংশে জড়িয়ে আছে বাংলাদেশ।
শোয়েব মালিক যে দ্বিতীয় বিয়ে করেন তা প্রকাশ করেন বাংলাদেশে এসে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে নামার মাত্র এক ঘণ্টা আগে শোয়েব প্রকাশ করেন তার বিয়ের ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি দিয়ে শোয়েব মালিক লিখেন, ‘আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’ এতেই সবাই বুঝে নেয়, ৪১ বছর বয়সি পাকিস্তানি ক্রিকেটার জীবনে সানিয়া এখন অতীত অধ্যায়। তবে তখন পর্যন্ত জানা যায়নি বিস্তারিত তথ্য। যদিও দিন পার না হতেই ভারত এবং পাকিস্তানের গণমাধ্যমে নতুন নতুন তথ্য হাজির হতে শুরু করে। সানিয়া মির্জা ঠিক কেন শোয়েব মালিককে ডিভোর্স দিয়েছেন সেই তথ্যটাও বের করে আনে পাকিস্তানের সাংবাদিকরা। উঠে আসে পাকিস্তানের সাবেক অধিনায়কের পারিবারিক বক্তব্যটাও।
বিগত বছরগুলোতে শোয়েব মালিককে বেশ কয়েকবার দেখা যায় পাকিস্তানের টিভি অভিনেত্রী আয়শা ওমরের সঙ্গে। গুঞ্জন তখন ডালপালা ছড়ায়। তবে শোয়েব ও আয়শা দুজনেই বিষয়টি অস্বীকার করেন। এরপর থেকেই বিভিন্নভাবে এ ক্রিকেটার এবং সম্পর্কের প্রতি নিজের আক্ষেপের জানান দিয়েছেন সানিয়া মির্জা। যদিও শেষ পর্যন্ত জানা গেল শোয়েবের প্রেমিকা ছিলেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ।
সানা জাভেদ ও শোয়েব মালিক
পাকিস্তানের গণমাধ্যম ‘দ্য পাকিস্তান ডেইলি’ জানিয়েছে, এ বিয়েতে মালিকের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের একটি কারণও সেখানে বলা হয়েছে মালিকের বোনের বরাত দিয়ে। পত্রিকাটি লিখেছে, ডিভোর্সি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে শোয়েব মালিকের তৃতীয় বিয়েতে তার পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।
পত্রিকাটি জানায়, ‘টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়া নিয়ে মালিকের বোনেরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বলা হচ্ছে, মালিকের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সানিয়া হাঁপিয়ে উঠেছিলেন।’
টেনিস তারকা সানিয়া মির্জা ও শোয়েব মালিক
এদিকে শোয়েব মালিকের বিয়ের পর নিজের পক্ষ থেকেও জবাব দিয়েছেন সানিয়া মির্জা। সানিয়ার পরিবার ও সানিয়া টিমের নামের প্রচার করা সেই বিবৃতিতে লেখা ছিল, ‘সানিয়া সব সময়ই তার ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। যাই হোক, এটা জানানোর প্রয়োজন হয়েছে যে, শোয়েব আর তার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গিয়েছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।’