নওগাঁর নিয়ামতপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের কাছ থেকে অটো চার্জার ভ্যান উপহার পেয়েছেন উপজেলার সদর ইউনিয়নের বাদপাড়া গ্রামের প্রতিবন্ধী মোজাহার আলী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভূমিসেবা জটিলতা নিরসন নিয়ে শুনানি শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এ অটো চার্জার ভ্যান বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, ওসি হাবিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার সাদিকুল ইসলাম মণ্ডল, প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমুখ।
মোজাহার বলেন, আমার দীর্ঘদিনের চাওয়া ছিল অটো চার্জার ভ্যান। প্রতিবন্ধী হওয়ায় আর্থিক সংকটে কিনতে না পারায় নিয়ামতপুর উপজেলা সমাজসেবা অফিস থেকে আমাকে একটি ভ্যান উপহার দেয়। ভ্যানটি পেয়ে আমার পরিবার পরিচালনা করতে অনেক সহজ হবে।
কেকে/এএস