লক্ষ্মীপুরে পিকআপ গাড়ির সাথে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাকিব নামে একজন নিহত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের জনকল্যাণ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তসলিম নামে একজন আহত হয়। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত রাকিব পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অদুমিয়ার ছেলে এবং আহত তসলিম ৪ নম্বর ওয়ার্ডের আতর আলীর ছেলে।
পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, জনকল্যাণ সড়ক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা মজুচৌধুরীর হাট সড়কে উঠে। এসময় বাসটার্মিনাল থেকে ছেড়ে আসা মজুচৌধুরীর হাট মুখী একটি পিকআপ গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী রাকিব ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তসলিম নামে আরেক যাত্রী। এসময় স্থানীয়রা আহদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও পিকআপটি আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
কেকে/এজে