সোনাগাজী পৌর শহরে স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পকর্তৃক আয়োজিত মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রভাব কমানোর জন্য মশার উৎপত্তিস্থল দূরীকরণ এবং কমিউনিটির মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সোনাগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্লিনিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।
‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’এ স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারীরা মাস্ক পরে হাতে ঝাড়ু ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পৌর এলাকার চুনীগাজী রোড, মেইন রোড, সোনাগাজী বড় মসজিদ ও ঈদগাহ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হক, জেলা ব্যবস্থাপক, টিবি কন্ট্রোল প্রোগ্রাম ও বিএইচপি মো. শফিকুল ইসলাম, ব্র্যকের ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড হেলথ অফিসার মো. তৌহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার, টিবি কন্ট্রোল প্রোগ্রাম জেমস সরেন।
কেকে/এএস