রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করে পুরো দেশ। এমন দিনে মিরপুরের শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মত সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা।
মঙ্গলবার (২২ জুলাই) সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ছোট টার্গেটে ব্যাট করতে নেম শুরুতেই পথ হারিয়ে ফেলে পাকিস্তান।
প্রথম ইনিংস শেষে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিলো ১২০ বলে মাত্র ১৩৪ রান। এই রানের জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান।
দলীয় ৪ রানে প্রথম উইকেট থেকে ১৫ রানে নেই ৫ উইকেট। পাওয়ার প্লে শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১৭ রানে ৫ উইকেট।
টানা উইকেট হারিয়ে যখন চরম ব্যাটিং বিপর্যে পড়ে সালমান আগার দল। তখনি দলকে টেনে তুলার চেষ্টা করেন খুশদিল শাহ ও ফাহিম আশরাফ। তবে তা আর হলো না! দলীয় ৪৭ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরন খুশদিল।
খুশদিল ফিরলেও পাকিস্তানের শেষ ভরসা ছিলো অলরাউন্ডার ফাহিম আশরাফ! কারণ বাংলাদেশের মাটিতে বিপিএলে শেষ মহূর্তে অনেক ম্যাচে ফাহিমের ব্যাটিং তাণ্ডব দেখেছে দর্শকরা।
কেকে/এজে