শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
প্রিয় ক্যাম্পাস
অটোরিকশার ধাক্কায় জাবি ছাত্রীর মৃত্যুতে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’, ১১ দফা দাবি
শাহরিয়ার আলম, জাবি
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৮:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আফসানা করিমের (রাচি) মৃত্যুর ঘটনায় দিনভর ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্যাম্পাসের অভ্যন্তরে সকল প্রকার মোটরচালিত যানবাহন প্রবেশ বন্ধ রয়েছে। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণসহ ১১ দফা দাবি দিয়েছেন বিভাগের সহপাঠীরা।

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে একটি দ্রুতগামী অটোরিকশা পেছন থেকে আঘাত করলে গুরুতর আহত হন আফসানা করিম। আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ও পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় এনাম মেডিকেলে দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী আফসানা করিম (রাচি) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার নিজ জেলা শেরপুর। তবে তিনি ঢাকার গ্রীণ রোডে পরিবারের সঙ্গে থাকতেন।

এদিকে এ ঘটনায় উপাচার্যের বাসভবনের সামনে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেছে বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা উপাচার্যের কাছে ১১ দফা দাবি উত্থাপন করেন। তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো- ২৪ ঘন্টার মধ্যে অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, ৭ দিনের মধ্যে চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়ন, রাস্তার পাশে ফুটপাত নির্মাণ ও সিসিটিভি যুক্ত করা, ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু এবং সকল শিক্ষার্থীকে স্বাস্থ্যবীমার আওতায় আনা।  

এ ঘটনায় বুধবার সকাল পৌনে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে প্রধান ফটকে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে দুপুর ২টায় কেন্দ্রীয় খেলার মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে শাখা ছাত্রশিবির। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহনের জন্য সচেতনতামূলক ব্যানার স্থাপন করেছে শাখা ছাত্রদল।  

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) আব্দুর রহমান বাবুলকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার স্থলে পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার আবুল কাশেমকে সাময়িকভাবে এস্টেট অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দূর্ঘটনার সময় দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা মো. রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার মো. আবদুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে বুধবার সকাল থেকে এক দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত ও সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া পরিবহন অফিসের সকল বাস-গাড়ি চলাচল বন্ধ ছিলো।

এ ঘটনায় শোক জানিয়ে উপাচার্য বলেন, মেধাবী শিক্ষার্থী আফসানা করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে রিকশা চালককে শনাক্ত করা হয়েছে। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। অবিলম্বে ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close