শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      
দেশজুড়ে
সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:০৭ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মির্জাহাট বাজারে সরকারি খাসজমি দখল করে রাতের আঁধারে দোকান নির্মাণ করেছে প্রভাবশালী মহল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব দোকান ঘর নির্মাণ করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। 

স্থানীয় সূত্র জানায়, গত শনি, রবি ও সোমবার রাতের অন্ধকারে ইউনিয়নের মির্জাহাট বাজারের খাস জায়গার উপর ৮টি দোকান ঘর নির্মাণ করে। এরমধ্যে স্থানীয় ইউপি সদস্য শওকত ওসমান ৩টি, জহির উদ্দিন বাবর ২টি, ইয়াকুব ১টি, আজম ২টি ঘর নির্মাণ করেন। তারা দাবি করে বলেন, খাস জায়গার ওপর সরকারি শেড নির্মাণ করা হলে প্রান্তিক ব্যবসায়ীরা উপকৃত হতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১২টার দিকে শ্রমিক ও নির্মাণসামগ্রীসহ একটি দল এসে দ্রুতগতিতে নির্মাণকাজ শুরু করে। ভোর হওয়ার আগেই একাধিক দোকানের কাঠামো তৈরি করা হয়। প্রভাবশালী মহলটির বিরুদ্ধে আগেও সরকারি জমি দখলের বিভিন্ন অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তদারকির অভাবেই এ ধরনের দখলবাজি বাড়ছে। তারা দ্রুত এসব অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করার আহ্বান জানান।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য শওকত ওসমান বলেন, সেখানে আগে থেকে পুরাতন দোকান ছিল, শুধু সেগুলো মেরামত করেছি। তবে জহির উদ্দিন বাবর দোকান নির্মাণের কথা স্বীকার করে বলেন, জায়গাটি খালি পড়ে ছিল। পার্শ্ববর্তী ব্যবসায়ীদের অনুরোধে দোকান ঘর নির্মাণ করেছি।

মির্জাহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল করিম বলেন, সরকারি জায়গা দখল করে কিছু দোকানপাট নির্মাণ হয়েছে। এর ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। দখল উচ্ছেদে কমিটির সিদ্ধান্তমতে প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হবে।

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। যাচাই-বাছাই শেষে শিগগিরই সেখানে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close