রাজধানী উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর প্রশিক্ষণ জেটবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ অবস্থায় একের পর এক আহতদের নিয়ে আসা হচ্ছে উত্তরা আধুনিক হাসপাতালসহ আশপাশের মেডিকেলগুলোতে।
বিধ্বস্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক আহতকে অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে উত্তরা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের অধিকাংশই শিশু। অনেকের অবস্থা আশঙ্কাজনক। রক্তের জন্য ব্লাড ডোনারদের সহযোগিতা কামনা করা হয়েছে। অপরদিকে সন্তানদের খোঁজ জানতে অনেক অভিভাবককেই হাসপাতালের সামনে অবস্থান করতে দেখা গেছে।
অন্যদিকে আহত অনেককেই আনা হয়েছে উত্তরার অপর হাসপাতাল মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ছাড়াও উত্তরার কুয়েত মেত্রী, ক্রিসেন্ট, মহিলা হাসপাতালসহ আশপাশের হাসপাতালগুলোতেও অনেককে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং আহত হয়েছেন দেড়শতাধিক। দগ্ধ ৪৮ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
কেকে/এএম