গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন এ এ নীট স্পিন মিলস লিমিটেড-এর শ্রমিকরা। ফলে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে এ অবরোধ শুরু করেন শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল লতিফ রাত ৯টার দিকে খোলা কাগজকে -জানান, ‘শ্রমিকরা জুন মাসের বকেয়া বেতন এবং ছুটির প্রাপ্য অর্থ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে সড়কে নেমেছেন।এ এ নীটস্পিন মিলস লিমিটেডে প্রায় ৫ হাজার ৫০০ শ্রমিক কর্মরত রয়েছে।’
তিনি বলেন, ‘শ্রমিকদের দাবিতে দ্রুত মীমাংসার জন্য মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে তারা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।’
তিনি আরো বলেন, শ্রমিকেরা ফ্যাক্টরীর চেয়ার টেবিল বের করে মহাসড়কে আগুন জ্বালিয়ে দিয়েছে ও ফ্যাক্টরীর ভিতরে ব্যাপক ভাংচুর করতেছে।
এদিকে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়য়ুব আলী জানান, ‘শ্রমিকদের অবরোধের কারণে এখনো মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।’
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
কেকে/ এমএস