দিনাজপুরের খানসামা উপজেলায় আবারো গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) ভোরে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় নিজ বাড়ির শোবার ঘর থেকে পারুল আক্তার (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পারুল আক্তার ওই গ্রামের মো. শাহজাহান আলী বাবুর স্ত্রী এবং কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। পারুল দুই সন্তানের জননী ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই পারুল মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সংসার জীবনে নানা টানাপোড়েন ও শারীরিক অসুস্থতার কারণেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
পরিবারের দাবি, এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সর্বশেষ ঘটনার রাতে স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে থাকলেও ভোরে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আমরা মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
ওসি আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। কারো বিরুদ্ধে পরিবারের সদস্যরা কোনো অভিযোগ দেয়নি। তবুও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
কেকে/এএম