গাইবান্ধার সাঘাটায় উদয়ন স্বাবলম্বী সংস্থার উদ্যোগে ৫ দিনব্যাপী স্বেচ্ছাসেবক কর্মশালার উদ্বোধন হয়েছে।
শনিবার (১৯ জুলাই) পুটিমারি সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে সাঘাটা উপজেলার উদয়ন স্বাবলম্বী সংস্থা (USS)-এর আয়োজনে ‘যুব নেতৃত্বে বাল্য, শিশু ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধ’ প্রকল্পের আওতায় আয়োজিত ৫ দিনব্যাপী স্বেচ্ছাসেবক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবন কুমার সরকার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, সাঘাটা, গাইবান্ধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন সাজু, স্থানীয় কাজী, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন মো শাহাদত হোসেন মন্ডল, নির্বাহী পরিচালক, উদয়ন স্বাবলম্বী সংস্থা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫০ জন নির্বাচিত যুব স্বেচ্ছাসেবক।
অনুষ্ঠানে ‘ডিজিটাল কারমা’ চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনায় জোরপূর্বক বিয়ের ভয়াবহতা ফুটে ওঠে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডিজিটাল কারমা’-র প্রদর্শনী। চলচ্চিত্রটি একজন সাহসী কিশোরী 'রূপার জীবনসংগ্রাম ও প্রযুক্তিনির্ভর ক্ষমতায়নের গল্প তুলে ধরে। প্রদর্শনীর পরে অংশগ্রহণকারীদের মাঝে আয়োজিত কুইজ ও উন্মুক্ত আলোচনায় বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বাড়ে এবং তরুণদের ভেতর সামাজিক নেতৃত্বের স্পৃহা তৈরি হয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এ ৫ দিনের কর্মশালায় অংশগ্রহণকারীরা সৃজনশীল কনটেন্ট তৈরি, দেয়ালচিত্র ডিজাইন, নাট্যকর্ম ও প্রচারণা কৌশল বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এছাড়া তারা বাল্যবিবাহ প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করার জন্য প্রস্তুত হবেন। মো. শাহাদত হোসেন মন্ডল বলেন, ‘এই কর্মশালা শুধু প্রশিক্ষণ নয়, এটি এক ধরনের সামাজিক জাগরণ—যেখানে তরুণরাই পরিবর্তনের দূত।’ বাল্য, শিশু ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধে যুব নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে।
কেকে/এএস